জোকস

আজকের কৌতুক: পরীক্ষায় ফেল করেও খুশি বল্টু

পরীক্ষায় ফেল করেও খুশি বল্টুমামা: কিরে এ প্লাস পেয়েছিস?পল্টু: না মামা, আমি তো ফেল করেছি।মামা: এ কথা তুই হেসে হেসে বলছিস? মানে কী?পল্টু: পাশের বাড়ির জবাও ফেল করেছে তাই।মামা: মানে কী?পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে।মামা: রিকশাওয়ালার সঙ্গে তোর কী সম্পর্ক!পল্টু: আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।

Advertisement

****

কোন প্রাণী সবচেয়ে দ্রুত লম্বা হয়?শিক্ষক: পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বল তো?ছাত্র: ভাল্লুক, স্যার।শিক্ষক: কেন?ছাত্র: আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারও কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভল্লুকের আয়তন দু’ইঞ্চি করে বেড়ে যাচ্ছে।

****

Advertisement

একটি প্যান্টের আত্মকাহিনিবিদেশি:তোমরা এই ১টা প্যান্ট কত দিন ধরে পরো?বল্টু: ১ বছর।বিদেশি: ব্যাস ১বছর? তার পর ফেলে দাও?বল্টু: না, বউ ওটা কেটে ছোটো করে ছেলের সাইজে করে দেয় আর সেটা ১ বছর ধরে ছেলে পরে।বিদেশি: তারপর নিশ্চই ফেলে দাও?বল্টু: পাগল নাকি! ভালো নতুন প্যান্ট কেউ ফেলে!বউ ওটা কেটে বালিশের কভার বানিয়ে দেয়, আর সেটা আরও ৬ মাস চলে যায়। তারপর এই বালিশের কভার টা ঘর মোছার কাজে লেগে যায় আরও ৬ মাসের জন্য।বিদেশি: আর তো দেখছি পাজামার কিছুই বেঁচে নেই, তাই তখন নিশ্চই ফেলে দাও?বল্টু: আরে ধুর বাপু, ফেললেই হলো! ঘর মোছা খারাপ হলে সেটা আরও ৬ মাস জুতা পরিষ্কার করতে কাজে লেগে যায়। তারপর আরও কিছুদিন বাইকের সাইলেন্সার চমকাতে কাজে লাগে, তারপর সেটা হাতে বানানো কাপড়ের বল বানিয়ে চিন্টু (বল্টুর ছেলে) কিছুদিন খেলে। তার পর যখন একদম খারাপ হয়ে যায় তখন উনুন ধরাতে কাজে লাগে, আর তার পর সেই ছাই দিয়ে বউ বাসন মাজে।

জানিনা সেই বিদেশি বাকি কথা গুলো শুনেছে কি না কারণ বল্টু সব বলে যখন ফিরে দেখলো বিদেশি লোকটা ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে ছিল!

কেএসকে/এএসএম

Advertisement