জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ২৭ অক্টোবর ২০২৩

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

Advertisement

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

. জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫১২. ২৬১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর. ১১১ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, লাগবে স্নাতক পাস. সেনাবাহিনীর অধীনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চাকরির সুযোগ. জেলা প্রশাসকের কার্যালয়ে ২৭ জনের নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা. বিকেএসপির নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেও আবেদন. ৬১ জনকে নিয়োগ দেবে কাস্টমস বন্ড কমিশনারেট. নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, লাগবে স্নাতক পাস. প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন. ৭১ জনকে নিয়োগ দেবে পিএসসি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ. নিয়োগ দেবে খুলনা ওয়াসা, বেতন এক লাখ ৫০ হাজার. অর্থ মন্ত্রণালয়ের অধীনে ১৩ জনের চাকরি, লাগবে না আবেদন ফি. বিদ্যুৎ কোম্পানিতে নিয়োগ, বেতন এক লাখ ৪৯ হাজার. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ১১ জনের চাকরির সুযোগ. নিয়োগ দেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, এসএসসি পাসেও আবেদন. ৩৩ জন রিসার্চ ফেলো নিয়োগ দেবে বিসিএসআইআর. ১৫ জনকে নিয়োগ দেবে ডেসকো, এসএসসি পাসেও আবেদন

Advertisement

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি

. চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক, থাকতে হবে স্নাতক পাস. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা. অগ্রণী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লাগবে না আবেদন ফি. সোনালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে না আবেদন ফি. ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে বিকাশ. ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, কর্মস্থল ঢাকা. নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, থাকতে হবে এসএসসি পাস. ম্যানেজার নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা. নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, ৫০ বছরেও আবেদন. চাকরির সুযোগ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স. নিয়োগ দেবে বিকাশ, ২৪ বছর হলেই আবেদনের সুযোগ. নিয়োগ দিচ্ছে প্রাইম ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

. ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা. ১০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়. ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ৭ জনের চাকরি. ৩৬ জনকে নিয়োগ দেবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ. নিয়োগ দেবে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, এসএসসি পাসেও আবেদন. ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাধিক পদে চাকরির সুযোগ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, থাকছে না বয়সসীমা. ৮২ জনকে নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ. ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি. ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

Advertisement

বেসরকারি চাকরি

. নিয়োগ দেবে যমুনা গ্রুপ, থাকতে হবে স্নাতক পাস. ৩০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, লাগবে না অভিজ্ঞতা. মীনা বাজারে ৫০ জনের নিয়োগ, থাকতে হবে এসএসসি পাস. ১৫ জনকে নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা. ১০ জনকে নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স. অফিসার নিয়োগ দেবে হাতিল, লাগবে না অভিজ্ঞতা. রূপায়ণ সিটি উত্তরাতে চাকরির সুযোগ, ৪৫ বছরেও আবেদন. স্নাতক পাসে চাকরি দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ. রকমারি ডটকমে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা. নারী অফিসার নিয়োগ দেবে উত্তরা মটরস, ২২ বছরেই আবেদন. ঢাকায় নিয়োগ দেবে আগোরা, থাকতে হবে এসএসসি পাস. ঢাকায় নিয়োগ দেবে এপেক্স, ৪০ বছরেও আবেদন. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে সজীব গ্রুপ, লাগবে স্নাতক পাস. ঢাকায় চাকরি দেবে মদিনা গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও বেতন ৩৫ হাজার. অভিজ্ঞতা ছাড়া চাকরি দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেতন ৩৫ হাজার. ১০ জনকে নিয়োগ দেবে ওয়ালটন, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

এনজিও চাকরি

. ২০ জনকে নিয়োগ দেবে টিআইবি, লাগবে না অভিজ্ঞতা. নিয়োগ দেবে মেরী স্টোপস, থাকছে না বয়সসীমা. ৭০ হাজার টাকা বেতনে চাকরি দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি. চাকরির সুযোগ দিচ্ছে ব্র্যাক, ১৮ বছর হলেই আবেদন. ব্যুরো বাংলাদেশে চাকরি, ৪০ বছরেও আবেদনের সুযোগ. অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, থাকছে না বয়সসীমা

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/এএসএম