জাতীয়

মহাখালীতে আগুন: দুর্ঘটনাস্থলে মেয়র আতিক ও ফায়ারের ডিজি

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন।

Advertisement

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মেয়র আতিক ঘটনাস্থলে আসেন। তার আগেই আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

এসময় তারা ঘটনার বিস্তারিত জানতে চান। পরে উদ্ধার কাজে জড়িতদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বৃহস্পতিবার বিকেলে মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধার কাজ করছে।

Advertisement

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাসনা হেনা (২৭)। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

আরএসএম/এমএইচআর/জেআইএম