জাতীয়

ধোঁয়ায় আচ্ছন্ন খাজা টাওয়ার: উদ্ধার ৮, আটকা অনেকে

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগে বিকেল ৫টার দিকে। এখন পর্যন্ত ভবনটি থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আরও ২০-২৫ জন আটকে আছে ভবনটিতে।

Advertisement

সন্ধ্যা ৭টার পর সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষ। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বারবার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন।

রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিকেল ৪টা ৫৯ মিনিটে মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে ধাপে ধাপে আরও ৫টি ইউনিট যোগ দেয় সেখানে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।

Advertisement

টিটি/এমএইচআর/জেআইএম