রাজধানীর মহাখালীর আমতলীর ১৪ তলা ভবন খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, অগ্নি নির্বাপনে সহায়তা করতে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং ৫ প্লাটুন প্লাটুন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
Advertisement
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।
টিটি/কেএসআর/জেআইএম