জাতীয়

খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ ও বিমানবাহিনী

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে।

Advertisement

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে তারা ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহয়তা করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।

Advertisement

তিনি জাগো নিউজকে বলেন, রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। আরও ইউনিট পথে রয়েছে।

টিটি/এমএইচআর/জিকেএস

Advertisement