জাতীয়

মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চার ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণকাজে যোগ দিয়েছে।

Advertisement

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

রোজিনা আক্তার জানান, মহাখালীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চার ইউনিট সেখানে যায়।

Advertisement

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/এমকেআর/জেআইএম