খেলাধুলা

‘হেসে খেলেই বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড’

এখন পর্যন্ত কোন দল দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। সে দিক দিয়ে এবার এগিয়ে রয়েছে ইংল্যান্ড, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। বাজির দরে অনেকে নিউজিল্যান্ডকে রাখলেও এশিয়া থেকে কাপটা নেয়া যে তাদের জন্য কষ্টকর হবে, সেটা বুঝে গেছেন অনেকেই। তবুও কেভিন পিটারসেন নিজ দেশ ইংল্যান্ডকেই বিশ্বকাপ জয়ের জন্য সবার চেয়ে এগিয়ে রাখলেন। টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে পিটারসেন বললেন, ‘ইংল্যান্ড এটা খুব সহজেই জিতে যাবে, কারণ তাদের ব্যাটিং খুব শক্তিশালী। যদি তারা প্রথমে ব্যাট করে তাহলে তাদের বড় রান করার মত অনেক ব্যাটসম্যান রয়েছে এবং তারা যদি পরে ব্যাটিং করে তাহলেও তাদের বিশ্বাস রয়েছে, সেই রান টপকাতে পারবে।’২০১০ সালের ইংল্যান্ডের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সদস্য পিটারসেন ইংল্যান্ড দল থেকে নিষিদ্ধ হয়েছেন কয়েক বছর চলেও গেলো। তবুও দেশের হয়ে খেলার জন্য উদগ্রীব এই ডানহাতি ব্যাটসম্যান। ‘আমি শুধু আশা করবো, আগের মত খারাপ খেলে ম্যাচ বিলিয়ে দিয়ে না আসার জন্য। শুধু বল ব্যাটে আসলেই হিট করতে হবে সে ক্ষেত্রে বোলার যত জোরে বল করুক না কেন!’২০১০ সালের স্মৃতিচারণ করে পিটারসেন বলেন, ‘২০১০ সালে কেউ চিন্তাই করেনি আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবো। সেটাই করিয়ে দেখেছিলাম।’বিশ্বকাপ টি-টোয়েন্টির সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। আরআর/আইএইচএস/এবিএস

Advertisement