এআই এর ছোঁয়া এখন সব জায়গায়। যে কোনো কাজ এআই দিয়ে খুব সহজেই করে ফেলা যায়। অ্যান্ড্রয়েড এবং ওয়েবে চ্যাটজিপিটি অনেক আগে থেকেই ব্যবহার করা যায়। এবার চ্যাটজিপিটির সুবিধা পাবেন স্মার্টওয়াচেও। এবার স্মার্টওয়াচ এবং ওয়্যারলেস অডিও টেক কোম্পানি ক্রসবিটস একটি স্মার্টওয়াচ চালু করেছে, যা চ্যাটজিপিটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
Advertisement
ক্রসবিটস নেক্সাসে রয়েছে ২.১ ইঞ্চি ফুল টাচ অ্যামোলেড ডিসপ্লে। এতে যেহেতু একটি বড় স্ক্রিন সাহায্যে আপনি ডিসপ্লেটি স্পষ্ট দেখতে পাবেন। এটি একটি অ্যামোলেড প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। আপনি এই ঘড়িতে রুট ট্র্যাকিং ফিচারও পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ডাইনামিক আইল্যান্ড এবং ইবুক রিডারের মতো ফিচার।
আরও পড়ুন: গুগল পিক্সেলের নতুন স্মার্টওয়াচ, যেসব ফিচার পাবেন
ঘড়িটিতে অল্টিমিটার, ব্যারোমিটার এবং কম্পাসের মতো ফিচার দেওয়া হয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টওয়াচটি একেবারে উপযুক্ত। স্মার্টওয়াচগুলো ধীরে ধীরে আরও উন্নত হবে বলেই দাবি কোম্পানির।
Advertisement
স্মার্টওয়াচটি দুটি রঙে বাজারে আনা হয়েছে- রুপালি এবং কালো। ক্রসবিটস নেক্সাস স্মার্টওয়াচের দাম ভারতে ৫ হাজার ৯৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৯০০ টাকা। ক্রসবিটসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে স্মার্টওয়াচটি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম
Advertisement