জাতীয়

নাজমা গিজারের উৎপাদন-বিক্রি বন্ধ করলো বিএসটিআই

লাইসেন্স না নিয়ে স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বিক্রি ও বাজারজাত করায় নাজমা গিজার নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিএসটিআই।

Advertisement

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর মিরপুরের মণিপুরে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে লাইসেন্স ছাড়া গিজার বিক্রি ও বাজারজাত করার অপরাধে নাজমা গিজারকে ২৫ হাজার টাকা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্য বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই দিনে মিরপুরের মাহবুব স্যানিটারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধির মুচলেকা নিয়ে লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত গিজার উৎপাদন বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

Advertisement

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার খালেদ হোসেন ও পরীক্ষক মোশাররফ হোসেন।

এনএইচ/বিএ/জিকেএস