সাহিত্য

বিশ্বাসের প্রতিচ্ছবি এবং ঘূর্ণায়মান যাপিত জীবন

বিশ্বাসের প্রতিচ্ছবি

Advertisement

মনের বধ্যভূমিতে আজও প্রতীক্ষার অলংকারপথ পানে তাকিয়ে যাযাবর প্রেমিকের তীক্ষ্ণ দৃষ্টি;শোভন সম্ভোধনে বিশ্বাসের দারুণ প্রতিচ্ছবি ভাসিয়ে যায় ভালোবাসার অকৃত্রিম এক বৃষ্টি।

অন্তরালে অদ্ভুত, নির্জন স্নিগ্ধ আগমন বার্তাপাঁজর রাঙানো কবিতার ব্যঞ্জনায় আদিম পথ;কালের কথক হয়ে ওঠে তৃষ্ণার্ত ওই দুই ঠোঁট অসহিষ্ণু কণ্ঠের স্লোগানে হৃদয় পাবার শপথ।

শিহরণ লেপ্টে থাকে প্রেমাতুর আসক্ত শিশিরেআঙুলে আঙুল, চোখে-মুখে আবেগীয় চুম্বন;হৃদয় পাবার স্থির সীমায়, বিদ্যুৎ খেলে আচমকাভালোবাসার সুস্থির বাতাসে দোলে আহ্লাদী মন।

Advertisement

****

ঘূর্ণায়মান যাপিত জীবন

এ শহরের প্রতিটি ধূলিকণায় জমা স্মৃতিহাতড়ে নিয়ে যায় সেই বেলা-অবেলায়প্রতিটি মিনিট, ঘণ্টা আর মায়াবী প্রতিচ্ছবিসকালের কাকডাকা ভোর, রুপালি বিকেলনিয়ন আলোর ভর সন্ধ্যায় স্নিগ্ধ সুন্দরস্বপ্ন আহ্লাদের ঘূর্ণায়মান যাপিত জীবন।

ধুলোমলিন কায়ক্লেশের স্থির পুরোনো সময় ভাবনার প্রলেপনে সোনালি সুস্থির চাওয়াআলাপনের ভিড়ে প্রত্যাশার তৃষ্ণার্থ চুম্বনছুটে চলার ফ্রেমে স্মৃতির মায়াবী আস্তরণএক জীবনের শত সহস্র বর্ণিল স্মৃতি, স্বপ্নপ্রজাপতি আঁকা রংধনুর বিস্তৃত আকাশ!

Advertisement

এসইউ/এএসএম