জাত
Advertisement
আমাদের আর দেখা হবে নারাখা হবে না চোখে চোখ।বাস্তবতা বড়ই অদ্ভুতযতই কেঁদে ভাসাই বুক।
আমাদের আর কথা হবে নারাখা হবে না হাতে হাত।আমাদের দুজনের মাঝেবড় দেওয়াল এখন ‘জাত’।
****
Advertisement
ব্যথা
একসাথে সারাজীবন থাকবে এমনটাই দিয়েছিলে কথা,কথা-তো রাখোনি, উল্টো দিয়ে গেছো পাহাড়সম ব্যথা।তোমার দেওয়া ব্যথা নিয়েই কাটছে সময় কোনোরকমে।শুধু বুকের ভেতরে রক্তক্ষরণ হয় সেই ব্যথার জখমে।এই ব্যথার যন্ত্রণায় ছটফট করি আমি দিনের পর দিন,ব্যথা কমে না কখনোই, যন্ত্রণা থেকে যায়, হয় না বিলীন।
এসইউ/জেআইএম
Advertisement