গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। অর্থাৎ হামাসের পতন হলে সেখানের শাসন ব্যবস্থার কী হবে? এক্ষেত্রে ইসরায়েলের মিত্ররা প্যালিস্টিনিয়ান অথরিটিকে (পিএ) বিবেচনা করছে। ২০০৫ সালে ইসরায়েল তাদের সৈন্য প্রত্যাহারের দুই বছর পর পিএকে সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। কিন্তু হামাসের পতন হলে ফের অবরুদ্ধ গাজার দায়িত্ব তারা নেবে কি না তা স্পষ্ট নয়। তাছাড়া এই যুদ্ধ শেষ হলে পশ্চিম তীরের ডি ফ্যাক্টো রাজধানী রামাল্লার নিয়ন্ত্রণও তাদের কাছে থাকবে কি না তাও বলা যাচ্ছে না।
Advertisement
১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী, ভবিষৎ ফিলিস্তিনি রাষ্ট্রের মূলভিত্তি হওয়ার কথা ছিল পিএকে কেন্দ্র করে। কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা কমতে থাকায় দুর্নীতিসহ অযোগ্যতা ভর করে প্যালিস্টিনিয়ান অথরিটির ওপর। এটির নেতৃত্বে রয়েছেন ৮৭ বছর বয়সী মাহমুদ আব্বাস। ২০০৫ সালে চার বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন আব্বাস। কিন্তু সেই থেকে ফিলিস্তিনের নেতৃত্ব তার হাতে। পিএ-এর সাবেক প্রধানমন্ত্রী সালাম ফায়াদ বলেন, প্যালিস্টিনিয়ান অথরিটির কাছে অনেক কিছুরই নিয়ন্ত্রণ নেই। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়তে পারে।
আরও পড়ুন>গাজায় ইসরায়েলের বিমান হামলায় পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু
প্যালিস্টিনিয়ান অথরিটি শুরু থেকেই ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তারা ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনও বন্ধ করতে পারেনি। তাছাড়া পশ্চিম তীরের বেশ কিছু স্থানের নিয়ন্ত্রণ হারিয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে পাল্টা বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে পিএ-এর অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়েছে।
Advertisement
চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশের বেশি ফিলিস্তিনি মনে করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই কার্যকর পদক্ষেপ হতে পারে। অন্যদিকে ২০ শতাংশ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে জোর দিয়েছে।
চলমান ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। এতে দেখা যাচ্ছে, হামাসের জনপ্রিয়তা বাড়ছে। কিন্ত পিএ-এর গ্রহণযোগ্যতা কমছে। চলমান নিষ্ঠুরতার জন্য শুধু যে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের ক্ষোভ বাড়ছে তা নয় , তারা মাহমুদ আব্বাসের প্রতিও ক্ষুব্ধ। এরই মধ্যে রামাল্লায় আব্বাসের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। পুরো আরবজুড়েই মূলত ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট আব্বাসের পতন চায় মানুষ।
আরও পড়ুন>‘যথেষ্ট হয়েছে’, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি কাতারের আমিরের
আব্বাসের রাজনৈতিক দলের নাম ফাতাহ। পিএ-এর নিয়ন্ত্রণ তাদের কাছেই। আব্বাসের উত্তরসূরি কে হবে তা নিয়েও রয়েছে দ্বন্দ্ব। আব্বাসের ঘনিষ্ঠরা মনে করছেন ফাতাহ ফের গাজার নিয়ন্ত্রণ নিতে পারে। তবে দলের একটা অংশ মনে করে গাজার পতন হলে ফাতাহও সংকটে পড়বে।
Advertisement
হামাসের প্রতি যাদের কম ভালোবাসা আছে তারাও ইসরায়েলের পদক্ষেপ নিয়ে আতঙ্কিত রয়েছে। ফলে তারা বিবাদ ভুলে মাহমুদ আব্বাসের প্রতি সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর প্যালিস্টিনিয়ন অথরিটির অর্থনৈতিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। কর্মীদের বেতনভাতা পরিশোধ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ফিলিস্তিনের মানুষ পিএ-এর নিরাপত্তাকর্মীদের দোষারোপ করছে ইসরায়েলের হয়ে কাজ করার জন্য। এর আগের সংকটের সময় দেরিতে বেতন পরিশোধ করেছে তারা। কেনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বেতনও দেওয়া হয়নি।
আরও পড়ুন>গাজার হাসপাতালে জেনারেটর চলবে আর মাত্র ৪৮ ঘণ্টা
কিন্তু এবারের সংকট গভীর বলে মনে করা হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষের অনেক পুলিশ ও নিরাপত্তাকর্মী চাকরি ছেড়ে দিতে পারে। অনেকে সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিতে পারে। এমন অবস্থায় প্যালিস্টিনিয়ন অথরিটির ওপর চাপ বাড়ছে। তাই হামাসের পতন হলে গাজার নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এমএসএম