রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর থেকেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। পদ নিয়ে দুপক্ষে ভাগ হয়েছেন নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও করছেন কেউ কেউ।
Advertisement
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
শনিবার দীর্ঘ প্রায় সাতবছর পর মো. মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আরও পড়ুন: নতুন কমিটি ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পদবঞ্চিতদের বিক্ষোভ-ভাঙচুর
Advertisement
কমিটি গঠনের পরদিনই নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন কাঙ্ক্ষিত পদ না পাওয়া শাহিনুল ইসলাম সরকার ডন, কাজী লিংকন, তাওহীদুল ইসলাম দুর্জয়সহ বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে সরকার ডন ও দুর্জয়কে নতুন কমিটির সহ-সভাপতি করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে নতুন কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২১৫ নম্বর কক্ষে ভাঙচুরও চালানো হয়। তবে কমিটি গঠনের দুদিন পেরিয়ে গেলেও নতুন সভাপতি-সম্পাদকের কোনো শোডাউন দেখা যায়নি। সদ্য দায়িত্ব পাওয়া সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। নিজের কক্ষ ভাঙচুর করা হলেও মুখ খোলেননি তিনি। গণমাধ্যম কর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।
অপরদিকে রাবি ছাত্রলীগের নতুন সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে বলেন, ‘সাংগঠনিক সব কাজ শেষ। সোমবার দুপুরের মধ্যে ক্যাম্পাসে ঢুকবো।’
পদবঞ্চিত নেতাদের অবস্থান প্রসঙ্গে নতুন এ সভাপতি বলেন, ‘আমাদের অভিভাবক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের সম্মতিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চমৎকার একটি কমিটি ঘোষণা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কমিটিকে স্বাগত জানিয়েছে। কতিপয় বিতর্কিত, পথভ্রষ্ট ছাত্রলীগের নেতা আমাদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারা নবগঠিত কমিটিতে অবাঞ্ছিত ঘোষণা করার কে?’
Advertisement
আরও পড়ুন: রাবি ছাত্রলীগের সভাপতি বাবু, সম্পাদক গালিব
তবে পদবঞ্চিত নেতা শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, ‘আমরা অবস্থান নিয়েছি, বিতর্কিত এ কমিটির সভাপতি-সম্পাদককে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। কমিটিকে অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করে, গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি দিতে হবে।’
ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জাগো নিউজকে বলেন, ‘ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
মনির হোসেন মাহিন/এসজে/এএসএম