খেলাধুলা

ফিরলেন সাকিব, বাদ পড়লেন তাওহিদ হৃদয়

অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে সংশয় ছিল। তিনি এই ম্যাচেও খেলতে পারবেন কি পারবেন না তা নিয়ে। গতকালও বলা হয়েছিলো, আজ ম্যাচের দিন সকালে বোঝা যাবে সাকিব খেলবেন কি না।

Advertisement

অবশেষে সংশয় কেটেছে। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গে টস করতে নেমেছেন সাকিব আল হাসানই। সাকিবের দলে ফিরে আসায় একটি পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী।

সে ক্ষেত্রে দেখার বিষয় ছিল আগের ম্যাচে ভারতের বিপক্ষে যে একাদশ খেলেছিলো, সেখান থেকে কাকে বাদ দেয়া হয়। সাকিবের দলে ফেরার পর যে একাদশ ঘোষণা করা হলো, তাতে দেখা যাচ্ছে তাওহিদ হৃদয়কেই বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ। কিন্তু প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারেননি তিনি। প্রতিটি ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

Advertisement

এমন এক ক্রিকেটারকে বয়ে বেড়ানোর চেয়ে একটু ব্রেক দেয়া দরকার। সে কাজটিই করলো টিম ম্যানেজমেন্ট। প্রোটিয়াদের বিপক্ষে স্পিন শক্তি বাড়াতে নাসুম আহমেদের প্রয়োজন। এ কারণেও তাওহিদ হৃদয় বাদ পড়তে পারেন।

তিন বিশেষজ্ঞ পেসার - মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ রয়েছেন একাদশে। সঙ্গে রয়েছেন তিন স্পেশালিস্ট স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদ। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও অকেশনাল স্পিনার হিসেবে ব্যবহৃত হতে পারেন।

দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন আসেনি। অধিনায়ক টেম্বা বাভুমা আজকের ম্যাচেও একাদশে নেই। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে গ্যাস্ট্রিকের কারণে যে অসুস্থতা তৈরি হয়েছে, তা থেকে সেরে উঠতে পারেননি বাভুমা। এ কারণে তাকে ছাড়া আরও একটি ম্যাচে খেলতে নামছে প্রোটিয়ারা।

বাংলাদেশ একাদশ

Advertisement

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ডরিক্স, রাশি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশভ মাহারাজ, কাগিসো রাবাদা এব লিজাড উইলিয়ামস।

আইএইচএস/