রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জনিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
Advertisement
মঙ্গলবার (২৪ অক্টোবর) র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারি জনিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার জনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলার পর থেকেই রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।
Advertisement
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
টিটি/এসটি/জিকেএস