দেশজুড়ে

ঘূর্ণিঝড় হামুন: খুলনায় প্রস্তুত ৬০৪ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা জেলা প্রশাসন। উপকূলীয় তিন উপজেলাসহ জেলার ৯টি উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৬০৪টি আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারবেন তিন লাখ ১৫ হাজার ১৮০ জন।

Advertisement

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হামুন মোকাবিলার অংশ হিসেবে উপকূলীয় উপজেলাগুলোতে মাইকিং করার পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্র ছাড়াও দ্রুত সেবাদানের জন্য কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় পাঁচ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুত ৭৪৩ সাইক্লোন সেন্টার

জেলা প্রশাসক আরও বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের জন্য ৩২ হাজার প্যাকেট শুকনা খাবার মজুদ করা হয়েছে। এছাড়া নগদ সাত লাখ টাকা, পর্যাপ্ত খাবার পানি এবং ৬৪৯ মেট্রিক টন চাল মজুদ করা হয়েছে।

Advertisement

কয়রা উপজেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি কমাতে এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার জন্য মাইকিং করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে উপজেলার ১১৮টি আশ্রয়কেন্দ্র।

আলমগীর হান্নান/জেএস/জেআইএম