দেশজুড়ে

ভোলার সব রুটের লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর ৭ নম্বর বিপদ সংকেত থাকায় ভোলা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সকাল থেকে ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় সাত উপজেলার (ভোলা-ঢাকা, ভোলার বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, লালমোহন-ঢাকা, মনপুরা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার) সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

Advertisement

এদিকে ভোলার সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পরেছে সাধারণ যাত্রীরা। অন্যদিকে ঘূর্ণিঝড় হামুনের কারণে ভোলায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

 জুয়েল সাহা বিকাশ/জেএস/জিকেএস