যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন অফ-ডিউটি পাইলটকে। তার বিরুদ্ধে ৮৩টি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত রোববার (২২ অক্টোবর) রাতে আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঘটেছে উদ্বেগজনক এই ঘটনা।
Advertisement
এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম ডেভিড এমারসন, বয়স ৪৪। ঘটনার সময় তিনি প্লেনটির ককপিটে ক্যাপ্টেন এবং ফার্স্ট-অফিসারের পেছনে বসেছিলেন।
আরও পড়ুন>> একদিনে ৭৭টি ফ্লাইট বাতিল করলো পাকিস্তানের সরকারি বিমান সংস্থা
প্লেনটি ৮০ জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের এভারেট থেকে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো যাচ্ছিল। তবে পরে সেটিকে ওরেগনের পোর্টল্যান্ডের দিকে ঘুরিয়ে নেওয়া হয় এবং অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার আগেই সন্দেহভাজন ব্যক্তিতে নিবৃত্ত করা হয়।
Advertisement
আলাস্কা এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি অফ-ডিউটি পাইলট ছিলেন। তিনি ফ্লাইট ডেক জাম্প সিটে ভ্রমণ করার সময় ইঞ্জিন বন্ধ করে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান ক্রুরা।
আরও পড়ুন>> আমাজনে প্লেন বিধ্বস্ত, ৪০ দিন পর উদ্ধার হলো হারিয়ে যাওয়া ৪ শিশু
এটিসির একটি রেকর্ডিংয়ে শোনা যায়, একজন পাইলট বলছেন, আমরা সেই লোকটিকে ধরেছি, যিনি ককপিট থেকে ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করছিলেন। এখন পেছনে তিনি কোনো সমস্যা করছেন বলে মনে হচ্ছে না। আমার মনে হয়, তাকে নিবৃত্ত করা হয়েছে।
এসময় প্লেনটি অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান পাইলট।
Advertisement
অব্রে গ্যাভেলো নামে ওই ফ্লাইটের এক যাত্রী এবিসি নিউজকে জানিয়েছেন, ফ্লাইট অ্যাটেনডেন্ট জরুরি অবতরণের ঘোষণা না দেওয়া পর্যন্ত যাত্রীরা জানতে পারেননি যে, প্লেনে কোনো সমস্যা হয়েছিল। পরে মেডিকেল ইমার্জেন্সির কথা জানানো হয়।
আরও পড়ুন>> ক্যালিফোর্নিয়ায় প্লেন বিধ্বস্ত, নিহত ৬
গ্যাভেলো জানান, তিনি একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্যে বলতে শুনেছিলেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা আপনাকে প্লেন থেকে নামিয়ে দেবো।
‘এ কারণে আমি সত্যিই ভেবেছিলাম, গুরুতর কোনো মেডিকেল ইমার্জেন্সি তৈরি হয়েছিল,’ বলেন ওই নারী।
প্লেনের আরও এক যাত্রী বলেছেন, ক্রুরা পরিস্থিতি খুবই পেশাদারভাবে সামলেছিলেন এবং যাত্রীরা সমস্যা সম্পর্কে কিছুই জানতে পারেননি।
মাঝআকাশে প্লেনের ইঞ্জিন বন্ধ করার চেষ্টার এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং পোর্ট অব পোর্টল্যান্ড পুলিশ বিভাগ। অভিযুক্ত ব্যক্তিকে মুলতনোমাহ কাউন্টি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
সূত্র: বিবিসিকেএএ/