তথ্যপ্রযুক্তি

হ্যাক হতে পারে গাড়িও, যেভাবে সতর্ক হবেন

শুধু স্মার্টফোনই নয়, গাড়িও হ্যাক হতে পারে যে কোনো মুহূর্তে। বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত। ফলে হ্যাকারদের জন্য গাড়ি হ্যাক করা খুবই সহজ ব্যাপার।

Advertisement

আধুনিক যানবাহনগুলি বিভিন্ন আধুনিক ফিচার দিয়ে সজ্জিত। মূলত আধুনিক গাড়িকে বিশালাকার চলমান কম্পিউটার করে তোলে। এই সব গাড়িতে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ফিচার রয়েছে, যা হ্যাকিংয়ের পক্ষে সুবিধাজনক। তাই এই ধরনের হ্যাকিং থেকে নিজেদের গাড়িকে সুরক্ষিত রাখতে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।

গাড়ি হ্যাকিং থেকে বাঁচতে যেসব সতর্কতা মানবেন জেনে নিন-

>> বাড়ির ঠিকানা জিপিএসে দেবেন না। এটি আপনার জন্য খুব সুবিধাজনক হলেও এটি হ্যাকারদের সহজেই যে কোনো বাড়ি খুঁজে পেতে অনুমতি দেবে। একইভাবে হ্যাকাররা সেই গাড়ির সিস্টেমে প্রবেশ করতে পারে। তাই বাড়ির ঠিকানা গাড়ির জিপিএসে দেওয়া থেকে বিরত থাকা উচিত।

Advertisement

>> গাড়িতে কোনো কোনো গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড না রাখাই ভালো। যদি কেউ কারও গাড়িতে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করে এবং গাড়িতে থাকা পাসওয়ার্ড খুঁজে পায়, তাহলে সেই ব্যক্তি সেটি অ্যাক্সেস করতে পারবে।

আরও পড়ুন: মারুতি, হুন্দাই আনছে নতুন বৈদ্যুতিক গাড়ি 

>> ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করতে পারেন। যে সিস্টেমগুলো গাড়ির ফাংশনগুলোকে অক্ষম করতে বা দূর থেকে এটি নিরীক্ষণ করতে দেয়, সেগুলোর ব্যবহার সীমিত করা উচিত। কারণ দূরবর্তী সিস্টেমগুলো প্রায়শই অনলাইনে নিয়ন্ত্রিত হয় এবং হ্যাকিংয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অতএব, যতটা সম্ভব নিজেদের গাড়িতে ওয়্যারলেস সিস্টেম সীমিত করা উচিত।

>> গাড়ির সিস্টেমে অচেনা অ্যাপ ডাউনলোড করবেন না। নিজেদের গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেম অনেক সময়ই অরক্ষিত থাকে। তাই এটি হ্যাকারদের জন্য গাড়ির ডেটা অ্যাক্সেস করার চাবিকাঠি। অচেনা অ্যাপ ডাউনলোড করা এবং ব্যবহার করা গাড়ির সিস্টেমে ম্যালওয়্যার নিয়ে আসতে পারে।

Advertisement

>> গাড়ির ইনফোটেনমেন্ট সিস্টেমের ওয়েব ব্রাউজার ব্যবহার না করাই ভালো। সবসময় নিজেদের স্মার্টফোন ব্যবহার করুন।

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/জিকেএস