ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর পশ্চিমা বিশ্বের পঞ্চম সরকারপ্রধান হিসেবে ইসরায়েলের মাটিতে পা রাখলেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। তার আগে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
Advertisement
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস জানিয়েছে, ইসরায়েলের প্রতি ‘পূর্ণ সংহতির’ বহিঃপ্রকাশ ঘটাতে এই সফরে গেছেন ম্যাক্রোঁ। মঙ্গলবার (২৪ অক্টোবর) তেল আবিবে পৌঁছেছেন তিনি।
আরও পড়ুন>> ফ্রান্সে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ নিষিদ্ধ
গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। পাল্টা হামলা চালিয়ে গাজা-পশ্চিম তীরে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
Advertisement
ইসরায়েলে হামাসের হামলায় নিহতদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। আরও সাত ফরাসি নাগরিক এখনো নিখোঁজ। তাদের মধ্যে এক নারী হামাসের হাতে জিম্মি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিরাও একই পরিস্থিতিতে থাকতে পারেন বলে বিশ্বাস করেন ফরাসি প্রেসিডেন্ট। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
আরও পড়ুন>> ফ্রান্সে স্কুলে হামলার সঙ্গে হামাস-ইসরায়েল যুদ্ধের যোগসূত্র!
এলিসি প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ফরাসি প্রেসিডেন্ট। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারা।
জেরুজালেমে গিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, বিরোধী নেতা বেনি গান্টজ ও ইয়াইর ল্যাপিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এমান্যুয়েল ম্যাক্রোঁ।
Advertisement
এছাড়া, তেল-আবিবে হামাসের হামলায় নিহত বা জিম্মি ফরাসি এবং ফরাসি-ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলোর সঙ্গেও দেখা করবেন সফররত ফরাসি প্রেসিডেন্ট।
সূত্র: এএফপি. এনডিটিভিকেএএ/