ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। সেই অবস্থায়ই বুধবার সকাল থেকে দুপুর নাগাদ বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।
Advertisement
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ ঢাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এছাড়া উপকূলে হতে পারে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস।আরও পড়ুন>> চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত
মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন' মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।
এছাড়া পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর ও মোংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আরও পড়ুন>> জলোচ্ছ্বাসের শঙ্কায় সাতক্ষীরার উপকূলবাসী
Advertisement
মঙ্গলবার সকালে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতিপ্রবণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি বুধবার খেপুপাড়া ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার।
আরএমএম/ইএ/জিকেএস