পাকিস্তানের এমন নির্বিষ বোলিং শেষ কবে দেখেছে সবাই? বোলিং কোচ মরনে মর্কেল হয়তো নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। আফগানিস্তানের বিপক্ষে এমন বাজে বোলিং প্রদর্শন করবে শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা, তা বোধহয় কেউই বিশ্বাস করতে পারছে না। পারেননি পাকিস্তানের টিক ডিরেক্টর মিকি আর্থারও।
Advertisement
কি পেস বোলার! কি স্পিন বোলার! - কোনো বোলারই পারছে না আফগানিস্তানের উইকেট নিতে। আফগানিস্তানের ব্যাটাররা যত ভালো খেলছে তার থেকে বেশি বাজে বোলিং করছে পাকিস্তানের বোলাররা।
তাই পাকিস্তানের এমন বাজে বোলিং দেখে রাগে-ক্ষোভে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে গেলেন মিকি আর্থার। প্রথম উইকেট জুটিতে ১৩০ রান ও দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলে আফগানিস্তান। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তান দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে জয়ের দিকে।
এর আগে ওয়ানডেতে কখনো পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। এ কারণেই একটু বেশিই চিন্তিত মিকি আর্থার।
Advertisement
আরআর/আইএইচএস/