জাতীয়

ঢাকা থেকে উদ্ধারকাজে যাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ টিম

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নিতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ২৩ জনের একটি বিশেষ দল রওয়ানা দিয়েছে। এদিকে ঘটনাস্থলে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

Advertisement

সোমবার (২৩ অক্টোবর) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা সদরদপ্তর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে তিনজন উদ্ধারকর্মী ভৈরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একই সময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিক ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

টিটি/জেডএইচ/এএসএম