দেশজুড়ে

ক্ষতিগ্রস্ত ট্রেনের নিচে আরও মরদেহ থাকার আশঙ্কা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ঢাকাগামী এগারো সিন্ধুর ট্রেনটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালবাহী ট্রেনটির তেমন ক্ষতি হয়নি। এখন উদ্ধারকাজ চলছে। আমরা উদ্ধারকারী ট্রেনের অপেক্ষায় আছি। ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরানোর পর বোঝা যাবে ভেতরে আরও মরদেহ আছে কি না।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি।

Advertisement

আরও পড়ুন: মিরসরাইয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

Advertisement