দেশজুড়ে

আরও দুজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ১৭

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আরও দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল কালাম আজাদ।

এরআগে সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনে নিহত ও আহতদের উদ্ধার কাজ চলছে।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ১৭ জন যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বর্তমানে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসকে রাসেল/এসআর/এএসএম

Advertisement