জয়পুরহাটের পাঁচবিবিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
Advertisement
ঢাকার মগবাজার এলাকা থেকে গ্রেফতারের পর রোববার (২২ অক্টোবর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতাররা হলেন পাঁচবিবি উপজেলার নাকুরগাছি (ফেনতারা) এলাকার মিনহাজুল ইসলামের ছেলে তাফিজুল ইসলাম তামিম (১৯), আরজি অনন্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (২২) ও ছোট মানিক এলাকার শাহিন মণ্ডলের ছেলে ফয়সাল (২১)।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
পুলিশ জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে তমাল নামের একজনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ আগস্ট রাতে তিনি ওই ছাত্রীকে পাঁচবিবি উপজেলার ফেনতারা এলাকার বন্ধু তামিমের ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে তারা পাঁচ বন্ধু মিলে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করেন।
এ ঘটনার পরের দিন ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। পরে প্রেমিক তমালসহ দুজনকে গ্রেফতার করে র্যাব। আদালতে তারা ধর্ষণের কথা স্বীকার করেন এবং জড়িত ওই তিনজনের নাম বলেন।
এসআর/জিকেএস
Advertisement