দেশজুড়ে

স্বজনদের দেখতে উখিয়ায় গেলেন ভাসানচরের ৬৭২ রোহিঙ্গা

রেখে আসা আত্মীয়-স্বজনদের দেখতে নোয়াখালীর ভাসানচর থেকে ৬৭২ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।

Advertisement

রোববার (২২ অক্টোবর) সকালে ‘গো অ্যান্ড সি’ (যাওয়া এবং দেখা) প্রকল্পের আওতায় তাদের ১৪ দিনের জন্য সেখানে পাঠানো হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ভাসানচর ক্যাম্পের ইনচার্জ মো. তরিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রেখে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা এবং ভাসানচরের অনুকূল পরিবেশের অভিজ্ঞতা বিনিময় করতে তাদের উখিয়ায় পাঠানো হয়েছে। দুই সপ্তাহ পর তারা আবার ফিরে আসবে।

Advertisement

আরআরআরসি কর্মকর্তা আরও বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে রোববার ভোর সোয়া ৬টার দিকে তারা ভাসানচর থেকে নৌবাহিনীর দুটি জাহাজে (নেভী এলসিইউ) রওয়ানা হন। সকাল সাড়ে ৯টার দিকে জাহাজগুলো চট্টগ্রাম বোট ক্লাবে পৌঁছায়। এরপর ১৩টি বাস ও একটি কাভার্ড ভ্যানে তাদের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পৌঁছে দেওয়া হয়।

বর্তমানে ভাসানচরে ৩০ হাজারের অধিক রোহিঙ্গা বসবাস করছে। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে অস্থায়ীভাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস

Advertisement