নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে আমরা নির্বাচন করব। সেজন্য আলোচনা করতে আমরা সব দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু কিছু কিছু দল আসেনি। হয়তো তাদের ইচ্ছা নেই বা আমাদের ওপর আস্থা নেই। এ পরিস্থিতিতে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
Advertisement
রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। যেটা ভালো হবে আমরা সেইটাই করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
Advertisement
মো. আহসান হাবিব খান বলেন, ১৯৮৬, ১৯৯০, ২০০১ ও ২০০৮ এর নির্বাচনগুলোও শতভাগ সঠিক হয়নি। কিন্তু আমরা যা করছি তাতে আমরা সন্তুষ্ট, জনগণও সন্তুষ্ট।
আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস