সাতক্ষীরার ভামিয়া এলাকায় বেড়িবাঁধের মিনি স্লুইস গেটে ভাঙন দেখা দিয়েছে। এটি দ্রুত সংস্কার না করা হলে নদীর জোয়ারের পানিতে কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
Advertisement
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পয়েন্টে খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বাঁধের একটি অংশ দেবে যায়।
স্থানীয়রা জানান, ষাটের দশকে নির্মিত গেটটি দীর্ঘদিন সংস্কার করা হয় না। এজন্য প্রায় প্রতিবছর বর্ষা মৌসুমে বাঁধটি ধসে পড়ে।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভামিয়া পাঁচ ব্যান্ড গেটের মাঝখান থেকে ধসে পড়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
Advertisement
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস জাগো নিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ভাঙন স্থান দ্রুত সংস্কার করা হবে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম