জাতীয়

মহাঅষ্টমী আজ, ভিড় বাড়ছে পূজামণ্ডপে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ রোববার। এ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপূজা করতে মণ্ডপে ভিড় বাড়তে শুরু করেছে নানা বয়সের মানুষ।

Advertisement

রোববার (২২ অক্টোবর) দুপুরে সরেজমিন রমনার কালী মন্দিরে দেখা যায়, মন্দিরের প্রধান ফটক থেকে পূজা অর্চনার স্থান পর্যন্ত ভিড়। দেবী দূর্গাকে অঞ্জলী দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সব বয়সী মানুষ।

আজ বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধিপুজা হবে। ১০৮ লাল পদ্ম উত্সর্গ করা হবে দুর্গার পায়ে। জ্বলে উঠবে ১০৮ প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এ পূজা করা হবে। এসময় সাধারণত মন্ত্রের অনুরণনে মুখরিত হয়ে উঠে মণ্ডপ এলাকা। পটকা, দামামা, শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি, ঘণ্টা বাজানো হয়। অষ্টমী তিথির বিদায় আর নবমীর আগমনে এ সন্ধিপূজা চলবে সন্ধ্যায়।

রাজধানীর চানখারপুল এলাকা থেকে স্ত্রী-সন্তানসহ মন্দিরে এসেছেন শশাঙ্ক বিশ্বাস। তিনি বলেন, পূজায় এবার আর গ্রামের বাড়িতে যাইনি। মাকে ঢাকায় এনেছি। প্রতিবার গ্রামের বাড়িতে যেয়ে পূজা উদযাপন করি। এবার একটু ভিন্ন। ঢাকায় ভালোই লাগছে। অনেক জাকজমক উদযাপন হয়।

Advertisement

আজিমপুর থেকে পূজামণ্ডপে আসা গীতা রানী পাল বলেন, ছেলে-মেয়েদের নিয়ে মণ্ডপে এসেছি। প্রতিদিন একটা-দুইটা মণ্ডপ ঘুরি। আজ রামনার এ মন্দিরে আসলাম। এখানকার পরিবেশ ভালো।

পূজা উদযাপন কেন্দ্র করে বাড়তি সাজসজ্জা করা হয়েছে মন্দির এলাকায়। এছাড়া মন্দিরে প্রবেশের দুপাশের রাস্তায় মিষ্টি, পিঠা, আঁচার, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব দোকানে বেশ ভিড়ও দেখা গেছে।

আইসক্রিম বিক্রেতা শামীম বলেন, আমার বিক্রি ভালোই হচ্ছে। এ আইসক্রিম শুধু বিদেশে পাওয়া যেত, এখন আমাদের দেশে নতুন। ভারত থেকে এ মেশিন এনেছি। মাল্টা, আঙ্গুর, আপেলসহ কয়েক প্রকার ফল দিয়ে এ আইসক্রিম বানানো হয়। প্রতি কাপের দাম ৫০ টাকা।

এমএনএইচ/এমআইএইচএস/এএসএম

Advertisement