দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। রোববার (২২ অক্টোবর) উপজেলার খাড়া জোড়া ও কোনাবাড়ী এলাকায় তাদের মৃত্যু হয়।

Advertisement

নিহতরা হলেন- আবেদা বেগম (৬০) ও বিল্লাল হোসেন (৩৮)। আবেদা বেগম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ওজন মৈসাটি গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। বিল্লাল হোসেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের সাত্তার আলীর ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।

আরও পড়ুন: নওগাঁয় সড়ক দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৪

নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক জোবায়ের হোসেন জানান, সকাল ১০টার দিকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক মহাসড়কের খাড়া জোরা এলাকায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। পরে চালক বিল্লালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে র্মিজাপুর কুমুদিনি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Advertisement

মহানগরীর কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, আবেদা বেগম কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার ঝুটের গোডাউনে কাজ করেন। স্বামী-স্ত্রী দুজনে রোববার দুপুর দেড়টার দিকে সড়ক অতিক্রম করার জন্য দাঁড়িয়েছিলেন। এ সময়ে টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোনাবাড়ি এলাকায় একটি ক্লিনিকে পাঠায় এবং কাভার্ডভ্যান চালককে আটক করে পুলিশে দেয়। হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগমের মৃত্যু হয়।

আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম