নেপালে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রোববার (২২ অক্টোবর) সকালে দেশটির রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে এ ভূকম্পন। নেপালের ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন>> ১৫ বছরে ১৪১ ভূমিকম্প, ভয়াবহ বিপর্যয়ের মুখে ঢাকা
Advertisement
ধাদিং জেলার জ্যেষ্ঠ আমলা বাদ্রিনাথ গাইরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা খুবই শক্তিশালী কম্পন অনুভব করেছি। কিছু বাসিন্দা তাদের বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে আসেন।
তবে শক্তিশালী এ কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের ওপর অবস্থিত হওয়ায় নেপালে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে।
আরও পড়ুন>> এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প আফগানিস্তানে
Advertisement
সরকারের দুর্যোগ পরবর্তী চাহিদা মূল্যায়ন (পিডিএনএ) রিপোর্ট অনুসারে, এটি বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।
২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প ও তার পরের আফটারশকগুলোর আঘাতে প্রায় নয় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সূত্র: রয়টার্স, পিটিআইকেএএ/