ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় জোরালো সমর্থন দেওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কিছু দেশ ইসরায়েলকে গাজা উপত্যকায় এখনই স্থল হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছে।
Advertisement
শনিবার (২১ অক্টোবর) ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গাজায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। মূলত হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে এ আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: যে কারণে এবার ফিলিস্তিনিদের আশ্রয় দিচ্ছে না মিশর-জর্ডান
শুক্রবার (২০ অক্টোবর) জিম্মি করে রাখা দুই মার্কিন নারীকে ছেড়ে দেয় হামাস। যুক্তরাষ্টের আশঙ্কা, ইসরায়েল যদি এখনই স্থল অভিযান শুরু করে, তাহলে বাকি জিম্মিদের সহজে ছাড়িয়ে নেওয়া যাবে না। তাছাড়া পশ্চিমা দেশগুলোও কৌশলগত কূটনীতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
Advertisement
টাইমস অব ইসরায়েল বলছে, যেসব দেশ এখন ইসরায়েলকে স্থল অভিযান আপাতত স্থগিতের জন্য চাপ দিচ্ছে, তাদের সবার নাগরিক হামাসের হাতে জিম্মি। এসব দেশের সরকারের আশঙ্কা, ইসরায়েল তড়িঘড়ি করে অভিযান চালালে জিম্মিদের উদ্ধারের সম্ভাবনা কমে যাবে।
আরও পড়ুন: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান সৌদি যুবরাজ
তবে ইসরায়েল জানিয়েছে, তারা গাজায় সেনাদের পাঠিয়ে হামাসের সব অবকাঠামো ও সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেবে। গত ৭ অক্টোবর যে হামলা চালানো হয়েছে, তার প্রতিশোধ নিয়েই ছাড়বে নেতানিয়াহু সরকার।
গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ৩৮৫ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। এছাড়া শুক্রবার (২০ অক্টোবর) পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
Advertisement
আরও পড়ুন: হামাসের রহস্যময় সামরিক প্রধানকে খুঁজে হয়রান ইসরায়েল
এদিকে ইসরায়েলের একটি সূত্র বলছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের নাগরিক নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ জন সেনা ও পুলিশ সদস্য রয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসএএইচ