আন্তর্জাতিক

অবশেষে খুলে দেওয়া হলো রাফা ক্রসিং

অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু লাইভ ফুটেজে দেখা গেছে ত্রাণবাহী ট্রাক মিশরের সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। কত সময় পর্যন্ত রাফা ক্রসিং খোলা থাকবে তা এখনো পরিষ্কার নয়। তবে ইসরায়েল গাজায় ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরার। 

Advertisement

এর আগে জানা যায় যে, গাজায় খাদ্য এবং ওষুধ নিয়ে প্রবেশের অপেক্ষায় ২০টি ত্রাণবাহী ট্রাক। হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রাফা সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছিল।

আরও পড়ুন: গাজায় প্রথমবার মানবিক সহায়তা পাঠাচ্ছে ইরান

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার (২০ অক্টোবর) মিশর সফরের সময় রাফা ক্রসিং খুলে দিয়ে গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

Advertisement

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বেশ কিছু সূত্র বলছে, ২০টি ট্রাকে প্রথম দফায় প্রধানত চিকিৎসা সামগ্রী এবং সামান্য খাদ্য সরবরাহ করা হতে পারে। তবে পানি ও জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে জানা গেছে।

হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণবাহী যে বহরের প্রবেশের কথা তার মধ্যে রয়েছে ২০ ট্রাক ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং সীমিত পরিমাণ খাদ্য সামগ্রী (টিনজাত পণ্য)।

আরও পড়ুন: খাদ্য-ওষুধ নিয়ে গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণবাহী ২০ ট্রাক

ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাফা ক্রসিং দিয়ে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে এবার ওষুধ এবং স্বাস্থ্য সরঞ্জামসহ ৬০ মেট্রিক টন খাদ্যপণ্য পাঠাচ্ছে ইরান।

Advertisement

টিটিএন