দেশজুড়ে

সরকার পতনের আগে কোনো সংলাপ নয়: দুদু

দেশে সরকার পতনের আগে কোনো ধরনের সংলাপ হবে না। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এটা নিয়ে বিএনপি আন্দোলন করছে। এখানে কোনো আপসের সুযোগ নেই। বাধ্য হয়ে সরকার সংলাপের যে জাল বিস্তার করতে চাইছে তাতে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

Advertisement

শনিবার (২১ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকার পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে। কিন্তু সরকারের সঙ্গে কোনো সংলাপ হবে না। তবে কেয়ারটেকার সরকার নিয়ে আলোচনা করতে চাইলে বিবেচনা করতে পারে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এমন কোনো রাজনৈতিক দল নেই যারা রক্ত ঝরায়নি। তাই মানুষের সঙ্গে যারা বেইমানী করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই।

Advertisement

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম