জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। পরে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে ১৬১টিতে দাঁড়ায়।
Advertisement
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান পরিচালাক শ্যাম বেনেগাল। এটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়েছে।
আরও পড়ুন: সিনেমাটি দেখে পরিশেষে সবাই কাঁদবেন: ফজলুর রহমান বাবু
প্রেক্ষাগৃহের বৃদ্ধির কথা জানিয়েছেন সিনেমাটির মুজিব চরিত্রে রূপদান করা নায়ক আরিফিন শুভ। তিনি তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে এ তথ্য দিয়েছেন। এতে তিনি লেখেন ‘দ্বিতীয় সপ্তাহে ১৬১ থেকে ১৬৪ সিনেমা হলে। অন্যদিকে সিনেমার পরিবেশক জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর থেকে এ সিনেমাটি প্রায় ১৭০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।
Advertisement
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। অন্যদিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রিয়াজ আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি, দিলারা জামান, জায়েদ খান, তুষার খান প্রমুখ।
আরও পড়ুন: সিনেমাটি দেখে কেঁদেছেন দর্শক, কেউ হয়েছেন বাগরুদ্ধ
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র এবং বাংলাদেশ থেকে বাংলা সংলাপ লিখেছেন সাধনা আহমেদ, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন ও আনাম বিশ্বাস। সিনেমাটির শুটিং ভারতের মুম্বাইতে ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় এবং একই বছরের ডিসেম্বরে এর কাজ সম্পন্ন হয়।
Advertisement
এমএমএফ/জেআইএম