জাতীয়

বিয়ের কথা বলায় প্রেমিকাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন রাশেদ

ঢাকার আশুলিয়া এলাকা থেকে পোশাক শ্রমিক রুনা আক্তার (২৬) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাশেদ হোসেনকে (২৩) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

Advertisement

শুক্রবার (২০ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১৭ অক্টোবর আশুলিয়ার রনস্থল বটতলা এলাকায় একটি টিনশেড ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পরে ওই বাসা থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ভুক্তভোগী পোশাক কারখানায় চাকরি করার সুবাদে আশুলিয়ার বটতলা এলাকায় একটি টিনশেড বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন। রাশেদ ও ভুক্তভোগী একই টিনশেড ভাড়া বাসায় আলাদা আলাদা রুমে থাকতেন। এ সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত এক মাস ধরে ভিকটিম রাশেদকে বিয়ের জন্য বলছিলেন। রাশেদ তাকে বিয়ের আশ্বাস দিলেও নানা অজুহাত কালক্ষেপণ করছিলেন।

Advertisement

এএসপি মাজহারুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে ভুক্তভোগী কক্ষে প্রবেশ করেন রাশেদ। পরে ওই রাতে বিয়ে নিয়ে তাদের মধ্যে আবার বাগবিতণ্ডা হয়। একপর‍্যায়ে রাশেদ ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে ঘরের মেঝেতে ফেলে মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে রাশেদ একটি ওড়না ভিকটিমের গলায় পেঁচিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাস্থল থেকে পলিয়ে যান। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

টিটি/এমএএইচ/জিকেএস