হজরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এ দোয়া শিক্ষা দিতেন, যখন তারা কবর যিয়ারাতে বের হতেন-উচ্চারণ : আসসালামু আলা আহলিদ্দিইয়ারি মিনাল মুমিনিনা ওয়ালমুসলিমীন, ওয়া ইয়ারহামুল মুস্তাক্বদিমীনা মিন্না ওয়ালমুসতা’খিরিন। ওয়া ইন্না আল্লাহু বিকুম লালাহিকুন। নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আ’ফিয়াহ (মুসলিম, মিশকাত)অর্থ : হে কবরবাসী মুমিন মুসলমান! তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক। আমরাও তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের নিরাপত্তা প্রার্থনা করছি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজের এবং মৃত ব্যক্তির কল্যাণ কামনায় কবর যিয়ারতের সময় হাদিসে শিখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর
Advertisement