দেশজুড়ে

সহকর্মীদের বেতনের ভুয়া বিল, এপিবিএনের এএসআইয়ের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই সাগর হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

বুধবার (১৮ অক্টোবর) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

নিজ প্রতিষ্ঠানের নন গেজেটেড কর্মচারীদের নামে ভুয়া বেতন-ভাতার বিল তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক মো. সাগর হাওলাদার ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি থেকে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতার ৩০টি ভুয়া বিল তৈরি করে তিন লাখ ১২ হাজার ৯০৪ টাকা আত্মসাৎ করেছেন।

Advertisement

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, একই প্রতিষ্ঠানের সহকর্মীদের অভিযোগের ভিত্তিতে এএসআই মো. সাগর হাওলাদারের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। দীর্ঘ তদন্ত শেষে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি করা হয়।

সায়ীদ আলমগীর/জেডএইচ/