চট্টগ্রামের ফটিকছড়িতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শফিকুল ইসলাম (৪৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭।
Advertisement
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে তাকে ফটিকছড়ি থানাধীন নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফডার শফিকুল খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানাধীন সাপছড়ি গ্রামের মো. আনছার আলীর ছেলে।
বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৭।
র্যাব জানিয়েছে, খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা শফিকুল ইসলাম ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদে থাকেন। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সাত বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে দর্জির দোকানে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের চিৎকারে তার বড় বোন ঘটনাস্থলে গিয়ে তাকে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পায়। পরে জানতে চাইলে সে পরিবারের লোকজনের কাছে ঘটনা খুলে বলে।
Advertisement
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেফতার করে র্যাব।
ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম