চলে গেলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা বার্ট ইয়ং। ৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে প্রয়াত হন বার্ট। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
Advertisement
বার্ট ইয়ংয়ের মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অভিনেতার ম্যানেজার এ দুঃসংবাদ প্রকাশ করেন। তবে কেন এতদিন পর তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলেন যে বিষয়ে কিছু জানা যায়নি। ‘রকি’ সিনেমায় অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের শ্যালকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে আলোড়ন তুলে ছিলেন।
শৈশবে স্কুলের শিক্ষা শেষ করে জনপ্রিয় নির্দেশক লি স্ট্রসবার্গের অধীনে অভিনয় শিক্ষার প্রশিক্ষণ নিতে শুরু করেন বার্ট। পরে ১৯৫৭ সালে তিনি আমেরিকার নৌবাহিনীতে যোগ দেন।
১৯৭০ সালে ‘কার্নিভ্যাল অফ ব্লাড’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন বার্ট। তবে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি’ সিনেমা তাকে রাতারাতি প্রচারের আলোয় নিয়ে আসে।
Advertisement
সিনেমায় একজন মদ্যপ কসাই এবং স্ট্যালোন অভিনীত রকি বালবোয়া চরিত্রটির বন্ধু পলির চরিত্রে অভিনয় করেছিলেন বার্ট। এ সিনেমায় সেরা সহশিল্পী হিসেবে অস্কারে মনোনীত হয়েছিলেন তিনি। ‘রকি’ সিনেমা ছয়টি সিক্যুয়েলেই অভিনয় করেছিলেন বার্ট।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছিলেন বার্ট। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘চায়না টাউন’, ‘উইন উইন’। শুধু অভিনয় নয়, পরবর্তী জীবনে চিত্রশিল্পী এবং লেখক হিসেবেও তার প্রতিভার পরিচয় দেন।
বার্ট ইয়ংয়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্ট্যালোন। ইনস্টাগ্রামে বার্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু বার্ট ইয়ং, তুমি একজন অসাধারণ মানুষ এবং শিল্পী। আমি এবং এই পৃথিবীর মানুষ তোমাকে খুব মিস করবে।’
এমএমএফ/জেআইএম
Advertisement