খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

মোহালির ব্যাটিং উইকেটে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোন বিকল্প নেই দুই দলের সামনে। যে জিতবে সেই চতুর্থ দল হিসেবে জায়গা করে নিবে সেমিফাইনালে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে অকল্পনীয় এক জয় পেলেও দলের বর্তমান ফর্ম বেশ ভাবাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দলকে। এই ম্যাচে জয়ের জন্য বিরাট কোহলির দিকেই তাকিয়ে থাকতে হবে ভারতকে। বাংলাদেশের বিপক্ষে খেলা একই একাদশ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই ভারতের বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়া একাদশঅ্যারোন ফিঞ্চ, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, জেমস ফকনার, পিটার নেভিল, অ্যাডাম জাম্পা, নাথান কাউল্টার-নেইল, জস হ্যাজলউডভারত একাদশশিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশীস নেহরা। আরআর/আইএইচএস/এবিএস

Advertisement