নতুন প্রজন্মের সংগীতশিল্পী যায়ান আবেদিন‘পরম ঈশ্বর’শিরোনামের একটি গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। শ্রাবণী মজুমদার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ঋষি কেশ রকি।
Advertisement
এ প্রসঙ্গে শিল্পী যায়ান আবেদিন বলেন, ‘গানটি বেশ সুন্দর। এই প্রথম সনাতন ধর্মাবলম্বী শ্রোতাদের জন্যে পুজো উপলক্ষে গানটি করা। গানটি গেয়ে খুব ভালো লেগেছে। গানটির কথা সুর প্রাণবন্ত। আশা করি গানটি শ্রোতাপ্রিয় হবে।’
গানটি নিয়ে ঋষি কেশ রকি বলেন, গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
নির্মাতা তানবীর হাসান বলেন, চমৎকার গানের কথা। চমৎকার ছিলো শিল্পীর গায়কী ধরন। বেশ কয়েদিনে ‘পরম ঈশ্বর’ গানটির মিউজিক ভিডিও শুটিং করা হয়েছে রমনা কালী মন্দিরে।
Advertisement
‘পরম ঈশ্বর’ গানটি কোরিওগ্রাফার হিসেবে ছিলেন বর্তমান চলচ্চিত্রের অন্যতম ড্যান্স কোরিওগ্রাফার মাইকেল বাবু। নির্মাণ করছেন পরিচালক করছেন তানবীর হাসান। গানটির মডেল ছিলেন শিশির সরদার ও দোলন দে।
জানা গেছে, শুক্রবার (২০ অক্টোবর) রাতে অর্ন্তজালে প্রকাশ করা হবে।
এমআই/জিকেএস
Advertisement