দেশজুড়ে

চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতন, ভিডিও ভাইরাল

যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Advertisement

ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে টেনে হিঁচড়ে চার পাঁচজন যুবক ওই স্কুলছাত্রকে একটি কুলক্ষেতে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি মারতে থাকেন। স্কুলছাত্র আকুতি করলেও তারা থামেননি।

নির্যাতিত ছেলের বাবা জানান, ১৮ অক্টোবর দুপুরে দোকান থেকে ছেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার গতিরোধ করেন।

আরও পড়ুন: ইমামকে চড়-থাপ্পড় ডাক্তারপত্নীর, ভিডিও ভাইরাল এসময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের কুলক্ষেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে বলে জানান।

Advertisement

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখনো কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/আরএইচ/এএসএম