দেশজুড়ে

চাঁদপুরে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার, ৪২ জেলে আটক

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর নৌ সীমানায় মাছ ধরার অপরাধে ৪২ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ৩ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়া অভিযানে এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৯০০ মিটার জাল, ১৭ টি মাছ ধরার নৌকা ও ১৯৪ কেজি ইলিশ জব্দ করা হয়।

আরও পড়ুন: মা ইলিশ ধরতে গিয়ে আটক হলে জেলে কার্ড বাতিল

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় অভিযান চালায়। অভিযানে জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হচ্ছে। ২৪ ঘণ্টায় ৯টি মামলা রুজু করা হয়েছে। আটক জেলেদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অপ্রাপ্ত বয়সের জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের উপকূলের ছয়টি অভয়াশ্রম রয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস