দেশজুড়ে

এমপিওভুক্ত হলো সিলেটের সোহরাব আলী কলেজ

বিশেষ বিবেচনায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের হাজি সোহরাব আলী উচ্চবিদ্যালয় ও কলেজের কলেজ শাখা এমপিওভুক্তি হয়েছে।

Advertisement

বুধবার (১৮ অক্টোবর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের প্রচেষ্টায় এমপিওভুক্ত আমাদের প্রতিষ্ঠানটি। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

জানা যায়, সরকারের মন্ত্রী-সংসদ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে সোমবার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

এ বিষয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি অর্ডার (জিও) জারি করা হয়। তবে এ তালিকায় কোনো কারিগরি ও মাদরাসা নেই।

ছামির মাহমুদ/এসজে/এমএস