দুর্গাপূজা উপলক্ষে দুই বাংলার জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী পৌলমী গাঙ্গুলীর নতুন গান প্রকাশিত হয়েছে। এতে তার সঙ্গে গেয়েছেন শিল্পী অভিজিৎ। গানটি এরই মধ্যে ‘দুগ্গাদুগ্গা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এটি শুনে শ্রোতারা প্রশংসা করছেন।
Advertisement
আরও পড়ুন: সংগীতশিল্পী শিবলী সাদিকের জন্মদিনে নতুন গান
শনিবার (১৪ অক্টোবর) গানটি ভারতে প্রকাশ করা হয়। ‘দুগ্গাদুগ্গা’র মিউজিক করেছেন দেবাশীষ সাহা, এর গীতিকার সরকার প্রলয়। ভাইব্রেশন স্টুডিওর আয়োজনে করা গানটির ভিডিও চিত্রায়ন হয়েছে ভারতের শ্রীরামপুর রাজবাড়ীতে। গানটি প্রকাশের প্রথম দিনেই ইউটিউবে প্রায় ১০ হাজার ভিউ হয়েছে। গানটির শিল্পী পৌলমী গাঙ্গুলী বাঙালি হলেও অভিজিৎ মিশ্র ওড়িশার। শ্রোতারা বাঙালি আর অবাঙালির কণ্ঠে বাংলা গান শুনছে শারদীয় দুর্গাপূজায়।
‘দুগ্গাদুগ্গা’ গানের ভিডিওতে দেখা গেছে, শিল্পী অভিজিৎকে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য জানতে, বুঝতে অন্য দেশ থেকে কলকাতায় আসা একজন মানুষ হিসেবে। তিনি যে বন্ধুর বাড়িতে আসেন, তার নাম পৌলমী গাঙ্গুল।
Advertisement
এই গানের মধ্য দিয়ে একটি আদি বাঙালি বাড়ির দুর্গাপূজার নানা অনুষঙ্গ ও বৈচিত্রতা তুলে ধরা হয়েছে। ফলে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসায় অদ্ভুবভাবে জড়িয়ে যান অভিজিৎ মিশ্র। গানটিতে ৫৫জনের একটি টিম কাজ করেছে।
গানটি শুনতে এখানে ক্লিক করুন- ‘দুগ্গাদুগ্গা’
নতুন গানের বিষয়ে শিল্পী পৌলমী গাঙ্গুলী বলেন, এবার মহালয়ায় গানটি রিলিজ হয়েছে। দুইজনের একটি ডুয়েট গান এটি। আমি বাঙ্গালি হলেও অভিজিৎ মিশ্র উরিষার। সে অবাঙ্গালি হয়েও সুন্দর করে বাংলাভাষায় গান করেছে। এটি অন্যরকম একটা ব্যাপার। গানে বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, অভিজিতের সাথে ১৩ বছর ধরে কাজ করছি। গানটি এবার দুর্গাপূজায় অন্যরকম একটা মাত্রা এনে দেবে। কলকাতার আদি বাড়ির দুর্গাপূজা কেমন হয়ে থাকে, তা নানানভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ গানের ভিডিও চিত্রে। গানটি দেখলে, শুনলে যে কারও ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। ভারতের জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী পৌলমী গাঙ্গুলী কয়েকবার বাংলাদেশে এসেছে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে। তার পৈতৃকভিটা টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর জমিদার বাড়িতে।
Advertisement
এমএফএফ/জিকেএস