লাইফস্টাইল

সত্যিই কি পুরুষের শরীরের ঘ্রাণে প্রেমে পড়েন নারীরা?

পুরুষের প্রতি নারীর আকর্ষণ অনেকটাই নির্ভর করে শরীরের গন্ধের উপর, এমনটিই জানাচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা।

Advertisement

গবেষকদের মতে, বেশিরভাগ নারীই নাকি নিজের অজান্তে প্রেমিক বা জীবনসঙ্গীকে বেছে নেন শরীরের গন্ধ বিবেচনা করে।

আরও পড়ুন: সব ভুল ক্ষমা করে সুখী হওয়ার দিন আজ

মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই সমীক্ষা বলছে, শরীরের গন্ধের সঙ্গে মানুষের প্রেমের সম্পর্কের এক অসাধারণ মিল আছে। শরীরের গন্ধের উপর প্রেম বেড়ে যাওয়া ও কমে যাওয়া নির্ভর করে।

Advertisement

বিষয়টি শুধু নারীদের ক্ষেত্রেই নয় বরং পুরুষদের ক্ষেত্রেও ঘটে। তবে এটি ঘটে একেবারেই অজান্তে। আসলে অবচেতন মনই বিষয়টিকে উসকে দেয়।

এই সমীক্ষায় অংশ নেন প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক নারী। তাদের থেকে পাওয়া তথ্যগুলোর মধ্যে বেশ অদ্ভূত কিছু বিষয় সামনে আসে।

আরও পড়ুন: বিয়ে ঠিক হতেই যে কাজগুলো সেরে নেওয়া জরুরি

পুরুষের শরীরে ঘামের গন্ধ থেকে শুরু করে সিগারেটের গন্ধ নাকি অনেক নারীকেই আকৃষ্ট করে। সমীক্ষা ভরছে, যৌনতায় তৃপ্তির ক্ষেত্রেও এই গন্ধের কার্যকরিতা অনেক বেশি।

Advertisement

অন্যদিকে পুরুষের ক্ষেত্রে এটি ঘটে নারীদের তুলনায় একটু ভিন্নভাবে। সমীক্ষা বলছে, নারীদের শরীরের ঘামের গন্ধ নয় বরং হালকা মিষ্টি গন্ধই নারীর প্রতি পুরুষদের আকর্ষণ বাড়িয়ে তোলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/সাইকোলোজিটুডে

জেএমএস/এমএস