ভোলার চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে চার জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
Advertisement
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলার চরফ্যাশনে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরু সর্দার (৫০), তার ছেলে মো. মমিন (২২), একই গ্রামের মো. কুলি সর্দ্দারের ছেলে জাহাঙ্গীর সর্দ্দার (৪৯) ও চর মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে মো. আজিজ (৩৫)।
আরও পড়ুন: বরিশালে ইলিশ ধরার দায়ে ২৩ জেলের কারাদণ্ড
চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সালেক মুহীদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।
Advertisement
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার চর মানিকা ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি মা ইলিশ ও এক হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস